ঢাকা মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
পাংশা শহরের পিপাসা সুপার আইসক্রীম ফ্যাক্টারীকে ৪০ হাজার টাকা জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-২৮ ১৫:৫২:০৯

খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পুরাতন বাজারে পিপাসা সুপার আইসক্রীম ফ্যাক্টারীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 গতকাল ২৮শে এপ্রিল দুপুরে ওই আইসক্রীম ফ্যাক্টারীতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 
 জানা গেছে, গতকাল ২৮শে এপ্রিল দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয় পাংশা উপজেলার পুরাতন বাজারে অবস্থিত পিপাসা আইসক্রীম ফ্যাক্টারীতে অভিযান পরিচালনা করে। এ সময় পণ্যের মোড়ক, ইত্যাদি যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ না করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৪২ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় তিনটি অপরাধে পিপাসা সুপা আইসক্রীম ফ্যাক্টারীকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 
 অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক ও জেলা পুলিশের টিম সহযোগিতা করে।

কালুখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ইউএনও অফিস ও মডেল থানা পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসক সুলতানা আক্তারের যোগদান
পাংশা শহরের পিপাসা সুপার আইসক্রীম ফ্যাক্টারীকে ৪০ হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ