ঢাকা মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
গোয়ালন্দে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৪-২৮ ১৫:৪৯:৫৭

“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দে গতকাল ২৮শে এপ্রিল উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 দুপুরে র‌্যালীটি গোয়ালন্দ উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন, গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ মাহবুব ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
 সভায় বক্তারা বলেন, সরকার যথাযথ আইন প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করছে। আইনের চোখে সকলেই সমান। আজকের সমাজে যারা দুর্বল তাদের আইনি সহায়তা দিতেই আজকের এই আয়োজন। লিগ্যাল এইড সম্পর্কে সাধারণ জনগণকে জানাতে হবে, তাদের সহায়তার আওতায় আনতে হবে।

 

কালুখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ইউএনও অফিস ও মডেল থানা পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসক সুলতানা আক্তারের যোগদান
পাংশা শহরের পিপাসা সুপার আইসক্রীম ফ্যাক্টারীকে ৪০ হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ