ঢাকা মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
রাজবাড়ীতে সম্মিলিতভাবে লিগ্যাল এইড কার্যক্রম আরো প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৪-২৮ ১৫:৫৪:৪৭

 “দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই” লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে গতকাল ২৮শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
 এ উপলক্ষ্যে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে সকাল ৯টায় ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ৯টায় জেলা ও দায়রা জজ আদালতের নিচ তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতা থেকে পাঠ করা হয়। সভার শুরুতে সেরা প্যানেল আইনজীবী মিসেস পীলা রাণী সেনকে ক্রেস্ট প্রদান করা হয়। এরপর জেলা তথ্য অফিসের আয়োজনে লিগ্যাল এইড বিষয়ে নাটক উপস্থাপন করা হয়।
 জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) জান্নাতুন লিলিফা আক্তার জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সিনিয়র জেলা জজ শেখ মফিজুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌধুরী মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মোঃ সোহেল শেখ, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, রাজবাড়ী জেলা জজ আদালতের পিপি এডঃ আব্দুর রাজ্জাক-২, জিপি এডঃ এএনএম শাহিদুল ইসলাম, জেলা বার এসোসিয়েশনের সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন খান, প্যানেল আইনজীবী মিসেস পীলা রাণী সেন, প্যানেল আইনজীবী রেশমা নাহার মাহবুবা, জেলা লিগ্যাল এইড অফিস থেকে বিনা খরচে সুবিধাভোগী শিল্পী খাতুন ও মোঃ আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।
 আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও সিনিয়র সহকারী জজ নাজনীন রেহানা। আলোচনা সভা সঞ্চালনা করেন সিনিয়র সহকারী জজ মোঃ মিলন আলী।
 এ সময় জেলা বিচার বিভাগের বিচারকগণ, জেলা লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যগণ, জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, লিগ্যাল এইড কার্যক্রমের সুবিধাভোগী ও আমন্ত্রিত অতিথিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 আলোচনা সভার সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ(ভারপ্রাপ্ত) জান্নাতুন লিলিফা আক্তার জাহান বলেন, আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানকল্পে ২৮শে এপ্রিলকে ২০১৩ সালে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। সরকারী আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
 তিনি আরও বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষরা বিনামূল্যে আইনগত সহায়তা পেয়ে থাকে। তাই লিগ্যাল এইড সম্পর্কে আমাদের প্রচার ও প্রসার বাড়াতে হবে। যাতে করে মানুষ লিগ্যাল এইড সম্পর্কে জানতে পারে এবং এর সুফল ভোগ করতে পারে।
 আলোচনা সভায় বক্তারা লিগ্যাল এইড কার্যক্রমের বিভিন্ন বিষয়সহ তুলে ধরে বক্তব্য রাখেন এবং জেলার তৃণমূল পর্যায়ে যাতে লিগ্যাল এইড কার্যক্রম আরো প্রসারিত করা যায় সে লক্ষ্যে সকলে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
 উল্লেখ্য, জেলায় ২০২৪ সালের মে থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত লিগ্যাল এইডের পক্ষ থেকে ৩০৩টি মামলা পরিচালনা করা হয়। এর মধ্যে ফৌজদারী ২১৩টি, দেওয়ানী মামলা ১৯টি ও পারিবারিক ৭১টি মামলা। এর মধ্যে ফৌজদারী ৫১টি, দেওয়ানী ১১টি ও পারিবারিক ২৪টিসহ  মোট ৮৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। বর্তমানে মোট চলমান মামলার সংখ্যা ১,১৭৪টি। এর মধ্যে ফৌজদারী ৭২৫টি, দেওয়ানী ২০২টি ও পারিবারিক রয়েছে ২৪৭টি মামলা। আইনজীবীদের বিল প্রদান করা হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা।
 মে ২০২৪ থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে প্রি-কেইস নিষ্পত্তি করা হয় ১৯৪টি, পোষ্ট কেইস নিষ্পত্তি করা হয় ৩৭টি। আইনি পরামর্শ প্রদানের সংখ্যা ৬৯ জন। এডিআর এর আবেদন সংখ্যা ২২৯টি। এছাড়াও জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে অসহায় মানুষের পক্ষে ৩০৩টি মামলা দায়ের করা হয়েছে। এই সময়ে মধ্যে মোট টাকা আদায় করেছে ৫৪ লাখ ৭৩ হাজার ৪৯২ টাকা।
 ২০২৫ সালে আপোষ ও মিমাংসার মাধ্যমে টাকা আদায় করা হয়েছে ১৬ লাখ ৩ হাজার ৯১২ টাকা, ২০২৪ সালে আপোষ ও মিমাংসার মাধ্যমে টাকা আদায় করা হয়েছে ৫৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা, ২০২৩ সালে আপোষ ও মিমাংসার মাধ্যমে টাকা আদায় করা হয়েছে ৭৪ লাখ ৪৬ হাজার ৭১০ টাকা, ২০২২ সালে আপোষ ও মিমাংসার মাধ্যমে টাকা আদায় করা হয়েছে ৩৩ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা,
 ২০২১ সালে আপোষ ও মিমাংসার মাধ্যমে টাকা আদায় করা হয়েছে ৭১ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা ও ২০২০ সালে আপোষ ও মিমাংসার মাধ্যমে টাকা আদায় করা হয়েছে ৫৩ লাখ ৩২ হাজার ৭০০ টাকা।

 

রাজবাড়ীতে সম্মিলিতভাবে লিগ্যাল এইড কার্যক্রম আরো প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত
রাজবাড়ীতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত দুই দিনের রিমান্ডে
রাজবাড়ীতে ৩৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ॥দোকানীর জরিমানা
সর্বশেষ সংবাদ