ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
নগরকান্দায় শশুর বাড়ীর নির্যাতনে গৃহবধু লাভলী মৃত্যুর অভিযোগ
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২০-০৯-০৪ ১৫:৩১:৫৩

ফরিদপুর নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালেরশ^র গ্রামে মামুন মাতুব্বরের স্ত্রী গৃহবধু লাভলী বেগম পারিবারিক কলহে শ^শুর-শাশুড়ী, দেবর ও ভাসুরের বউয়ের নির্যাতনের স্বীকার হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  
  লাভলী বেগম জেলার সালথা উপজেলার রসুলপুর গ্রামের মফিজ মাতুব্বরের মেয়ে। লাভলীর ৫বছর বয়সের একটি মেয়ে এবং তিন বছরের একটি ছেলে রয়েছে। 
  লাভলী ভাই সেলিম জানান, গত ১লা সেপ্টেম্বর  লাভলীর শ^শুর বাড়ীতে পারিবারিক কলহে শ^শুর, শাশুড়ী, দেবর ও বাসুরের বউ লাঠি ও শাপল দিয়ে পিটিয়ে লাভলীকে  মারাত্মক আহত করে। খবর পেয়ে আমরা তাকে বাড়িতে নিয়ে আসি। গত ২রা সেপ্টেম্বর সকালে লাভলী প্রচুর বমি করে অসুস্থ্য হয়ে পরলে আমরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে মহিলা সার্জরী ওয়ার্ডে ভর্তি করি।  আজ শুক্রবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় লাভলী মারা য়ায়। 
  এদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাভলীর ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত নগরকান্দা থানায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি ছলছে। 

 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ