পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বপ্নের রাজবাড়ী’র উদ্যোগে জেলা যুব মহিলা লীগের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল ১৩ই এপ্রিল বেলা ১১টার দিকে শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার ২৫০ জন যুব মহিলা লীগের নেতাকর্মীদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল, সয়াবিন তেল, চিনি, সেমাই ও দুধ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহ উদ্দিন বক্তব্য রাখেন।
সংগঠনের চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সভাপতি এমপি কন্যা কানিজ ফাতেমা চৈতীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজমুন নাহার সেন্টি ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ বক্তব্য রাখেন।