সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমার পক্ষ থেকে রাজবাড়ী সদর উপজেলার ৪৩জন অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল ১৭ই এপ্রিল সকালে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সংসদ সদস্য সালমা চৌধুরী রুমার পক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা এ চেক বিতরণ করেন। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মোঃ সুজন চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, রাজবাড়ী সদর উপজেলার ৪৩জন দরিদ্র, অসহায় ও কাজ করতে অক্ষম ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর প্রদত্ত ঐচ্ছিক তহবিলের ২লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।