ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
খামারডাঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩জন গ্রেফতার
  • শামীম হোসেন
  • ২০২৩-০৪-২৭ ১৫:৫০:১২

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গী গ্রামে গত ২৬শে এপ্রিল দিবাগত রাত ১টার দিকে বঙ্গবন্ধু সরকারী কলেজের খেলার মাঠে থেকে ডাকাতির প্রস্তুতিকালে একটি একনালা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ৩জনকে পুলিশ গ্রেফতার করেছে। 
  গ্রেফতারকৃতরা হলো ঃ পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গী গ্রামের লম্বা ছাত্তারের ছেলে সালমান শাহ(২৯), পাট্টা ইউনিয়নের বিল জোনা গ্রামের মৃত কালিপদ সিংহের ছেলে কৃষ্ণ চন্দ্র সিংহ(৫২) ও কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের আকরাম খানের ছেলে কাজল খান(৩৬)।
  পাংশা মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) মোহাম্মদ মাহাবুর রহমান মামুন জানান, ঘটনার রাতে থানা এলাকায় মোবাইল ডিউটি করাকালে খবর আসে খামারডাঙ্গী গ্রামে বঙ্গবন্ধু সরকারী কলেজের খেলার মাঠে কতিপয় ডাকাত আগ্নেযান্ত্র ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুত গ্রহণ করছে। বিষয়টি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমানকে জানানো হয় এবং তার(ওসি) নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যায়।
  গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি লোহার তৈরী দেশীয় সক্রিয় একনালা বন্দুক, দুইটি তাজা কার্তুজ, তিনটি ধারালো ছোরা ও একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। 
  এ ঘটনায় গতকাল ২৭শে এপ্রিল তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। একই দিন তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ