‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন' এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল ২৮শে এপ্রিল সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা লিগ্যাল এইডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, কৃষি অফিসার রফিকুল ইসলাম, বালিয়াকান্দি থানার ইন্সপেক্টর(তদন্ত) প্রাণবন্ধু বিশ্বাস ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, সবাই আইনি সহায়তা যেন পায় এজন্য এই লিগ্যাল এইড সৃষ্টি হয়েছে। এখানে গরীব দুস্থরা বিনামূল্যে সেবা পায় এবং তাদেরকে সেই সহায়তা প্রদান করা হয়। সরকার যে বিনামূল্যে আইনি সেবা প্রদান করে সেটা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলেই আমাদের এই আয়োজন সফল হবে।
তিনি বলেন, গরীব অসহায়রা যদি রাজবাড়ী বা জেলা পর্যায়ে না যেতে পারে তাহলে তারা প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে পারেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এই লিগ্যাল এইডের ইউনিয়ন কমিটির সভাপতি। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন এটি দেশের সাধারণ মানুষের জন্য বড় পাওয়া।