রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অফিস সহায়ক ইউসুফ শেখকে সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের অফিস সহায়ক আঃ হালিম ওমরকে সাধারণ সম্পাদক করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ৪র্থ শ্রেণীর সরকারী কর্মচারী ঐক্যজোটের জেলা কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ৮ই মে বিকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলো, সহ-সভাপতি রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মোঃ আব্দুর রহিম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অফিস সহায়ক আবুল হাতেম খান, দপ্তর সম্পাদক রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মোঃ আফতাব আলী, কোষাধ্যক্ষ রাজবাড়ী সরকারী কলেজের অফিস সহায়ক আহম্মদ আলী, প্রচার সম্পাদক একই কলেজের অফিস সহায়ক মোঃ রফিকুল ইসলাম, মহিলা সম্পাদিকা একই কলেজের অফিস সহায়ক অনিমা দাস, সদস্য জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মোঃ রফিকুল ইসলাম ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের পরিছন্নকর্মী রাজেশ কুমার মন্ডল। তবে সদস্য পদে আরো একজনকে অন্তর্ভুক্ত করা হবে।
এছাড়া রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের উচ্চমান সহকারী মোঃ ওয়াজেদ আলীকে এ কমিটির প্রধান উপদেষ্টা এবং একই স্কুলের মোঃ শাকের আলী, সরকারী কলেজের মর্জিনা বেগম, জহুরুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসের অফিস সহায়ক আঃ সালামকে উপদেষ্টা করা হয়েছে।
কমিটি ঘোষণাকালে বাংলাদেশ চর্তুথ শ্রেণী কর্মচারী সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক বাসুদেব কুমার সরকার, সরকারী কর্মচারী মোঃ ওমর ফারুকসহ অনেকেই উপস্থিত ছিলেন।