বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বর্ধিত ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ই মে দুপুরে টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয় এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মোশারফ হোসেন, নাসরিন নাহার, শহীদ স্মৃতি স্টেডিয়াম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কুমার বিশ^াস, বাজার পাঠশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন অর রশীদ, টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্সসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।