ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
রাজবাড়ীর ঐতিহ্যবাহী চমচম প্রস্তুতকারক ভাদু সাহার বিদেহী আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধ অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৯-০৭ ১৪:৫২:৩৭
নির্ম্মল সাহা ওরফে ভাদু সাহা।

রাজবাড়ীর ঐতিহ্যবাহী চমচম প্রস্তুতকারক ও মিষ্টান্ন ব্যবসায়ী পান বাজারের “নির্মল মিষ্টান্ন ভান্ডার”-এর প্রতিষ্ঠাতা মালিক নির্ম্মল সাহা ওরফে ভাদু সাহার বিদেহী আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে মধ্যাহ্নভোজ গতকাল ৭ই সেপ্টেম্বর দুপুরে শহরের দক্ষিণ ভবানীপুরে কুমারেশ চক্রবর্তী সড়কের বাসভবনে অনুষ্ঠিত হয়।
  শ্রাদ্ধ অনুষ্ঠানে রাজবাড়ীর গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্থানের ২সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।    
  উল্লেখ্য, নির্ম্মল সাহা ওরফে ভাদু সাহা(৮৮) গত ২০শে আগস্ট রাত ৮টা ৪৮ মিনিটে বার্ধক্যজনিত কারণে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন কিডনী, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। পরদিন ২১শে আগস্ট দুপুরে রাজবাড়ী শহরের ভবানীপুর পৌর মহাশ্মাশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ