ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
পাংশায় খাদ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী মকিম বিশ্বাসের ইন্তেকাল॥এলাকায় শোকের ছায়া
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৫-১৩ ১৯:১৮:৫২

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা খাদ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী মকিম উদ্দিন বিশ্বাস (৬৭) ইন্তেকাল করেছেন। গতকাল ১৩ই মে ভোর রাত পৌনে ৪টার দিকে ঢাকার বেসরকারী একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

এর আগে গত ৯ই মে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার মারা যান তিনি। তার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, গতকাল ১৩ই মে যোহর নামাজের পর উপজেলার সরিষা ইউপির বহলাডাঙ্গা মধ্য পাড়া ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে বহলাডাঙ্গা বিশ্বাস পাড়া গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে ইমামতি করেন বহলাডাঙ্গা বিশ্বাস পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ হাসানুজ্জামান।

জানাজার নামাজে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী, বহলাডাঙ্গা গ্রামবাসী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খীসহ বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য মানুষ অংশগ্রহণ করে। 

মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা সন্তান, ৪ ভাইসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ