রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গতকাল ১৪ই মে সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উজানচর ইউপি চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, দেবগ্রা ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া, পদ্মা নদীর চর থেকে ভেকু দিয়ে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ, অবৈধভাবে পুকুর ও নদী থেকে ড্রেজিং দিয়ে বালু মাটি উত্তোলন বন্ধ, মহাসড়কে ট্রাকে খোলাভাবে বালু মাটি বহন না করা, মাদক, চুরি, বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বাড়াতে অভিভাবকদের সমন্বয়ে স্কুলে প্রচার প্রচারণা চালানো, চরের জমি নিয়ে দ্বন্দ্ব বন্ধে প্রশাসনের উদ্যোগে ও এলাকাবাসী নিয়ে সমস্যা সমাধান, মাদকদ্রব্য বেচাকেনা এবং সেবন বন্ধে সচেতনতা বাড়াতে প্রচার প্রচারণা করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা বাড়ানোসহ উপজেলার আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা এবং সেগুলো বাস্তবায়ন করা নিয়ে আলোকপাত করা হয়।