ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
জনসমাবেশ সফল করতে রাজবাড়ী জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৫-১৯ ১৩:৫৪:৩১

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২০শে মে রাজবাড়ীতে জনসমাবেশ করবে বিএনপি। এ জনসমাবেশ সফল করতে গতকাল ১৮ই মে বিকালে জেলা বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী আহসান হাবিব, আকমল হোসেন, সদস্য সচিব এডঃ কামরুল আলম, সদস্য মঞ্জুরুল আলম দুলাল, রকিবুল ইসলাম ফারুক, আব্দুস সালাম, রইস উদ্দিন ডিউক, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, রাজবাড়ী পৌর বিএনপির আহ্বায়ক মাহাবুব চৌধুরী দুলাল, সদস্য সচিব জহির রাজ, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, মহব্বত হোসেন খোকন, সদস্য সচিব ইঞ্জিঃ আমিরুল ইসলাম ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ আইয়ুব মন্ডল, সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা জাসাসের সভাপতি আশরাফুল আলম, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান রোমান, পাংশা উপজেলা বিএনপির আহ্বায়ক চাঁদ আলী খান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম শওকত সিরাজ, গোয়ালন্দ উপজেলা বিএনপির আহ্বায়ক কাউন্সিলর নিজাম উদ্দিন, কালুখালী বিএনপির সদস্য সচিব এডঃ রকিবুল ইসলাম রুমা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় বক্তাগণ বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং দেশনায়ক তারেক রহমানের নামের মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিএনপির যে সকল নেতা কর্মীর নামে মিথ্যা মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার করে কারাগারে আটক থাকা নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন করতে হবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সভায় দ্রব্য মূল্যের উর্দ্ধগতি রোধে সকল ব্যবস্থা গ্রহণসহ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবী জানানো হয়। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ