রাজবাড়ীতে বিএনপির ১০ দফা দাবীর কর্মসূচীকে কেন্দ্র করে গতকাল ২০শে মে বেলা ১২টার দিকে শহরের সরকারী আদর্শ মহিলা কলেজ এলাকার বকুল তলায় বিএনপির নেতাকর্মীর সাথে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করাসহ শটগান দিয়ে বেশ কয়েক রাউন্ড ফাঁকা রবার বুলেট ছোড়ে। এ ঘটনায় পুলিশ বিএনপির অন্তত ২৫ জনকে আটক করেছে।
জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজবাড়ীতে আগে থেকেই কর্মসূচী পালনের ঘোষণা দেয় জেলা বিএনপি। গতকাল ২০শে মে সকাল থেকেই পুলিশের বাধা উপেক্ষা করে শহরের সজ্জনকান্দায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসায় নেতাকর্মীরা সমবেত হতে থাকে। সেখান থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে শহরের আজাদী ময়দান সংলগ্ন পার্টি অফিসে পূর্ব ঘোষিত ১০ দফা দাবীতে জনসমাবেশে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু দুপুর ১২টার দিকে সরকারী আদর্শ মহিলা কলেজের সামনে বকুল তলায় মোটর সাইকেলযোগে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা এসে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। জবাবে খৈয়মের বাসার সামনে সমবেত বিএনপির কর্মীরাও শ্লোগান দিলে উত্তেজিত হয়ে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা সড়কে মোটর সাইকেল রেখে তাদের ধাওয়া করে। এ সময় বিএনপির কর্মীরা তাদের পাল্টা ধাওয়া করলে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ধাওয়া খেয়ে পিছু হটে ছত্রভঙ্গ হয়ে যায়। তখন বিএনপির কর্মীরা তাদের(যুবলীগ ও ছাত্রলীগ) ফেলে রেখে যাওয়া কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করে।
এরপর আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে তার বাসভবন থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ সেটি আটকানোর চেষ্টা করে। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি শহরের প্রধান সড়কে বড় মসজিদের সামনে এলে পুলিশ মিছিলে লাটিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ বিএনপি নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ওপর চড়াও হলে বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনা চলাকালে রাজবাড়ী পৌরসভার মহিলা কাউন্সিলর ও মহিলা দলের নেত্রী ফারজানা আলম ডেইজিসহ বিএনপির বেশ কয়েকজন কর্মীকে পুলিশ আটক করে।
এরপর আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সেখান থেকে দলীয় কর্মীদের নিয়ে নিজ বাসভবনে ফেরেন এবং ঘটনার সম্পর্কে সাংবাদিকদের সামনে বক্তব্য দেন। এর কিছুক্ষণ পর বিএনপির কিছু কর্মী পুলিশকে লক্ষ্য করে আবারো ইটপাটকেল ছুড়লে পুলিশও শটগান দিয়ে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে যুবলীগ ও ছাত্রলীগের ছেলেরা হামলা চালিয়েছে। পুলিশও বেপরোয়াভাবে লাঠিচার্জ ও গুলিবর্ষণ করেছে। এতে আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছে এবং প্রায় ৩০ জন নেতাকর্মীকে পুলিশ আটক করে নিয়ে গেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান জানান, গতকাল ২০শে মে আমাদের পূর্ব ঘোষিত শান্তি সমাবেশ ছিল। দুপুরে আমরা মোটর সাইকেলে শহরের প্রধান সড়কের বকুলতলায় শান্তি মিছিল নিয়ে গেলে বিএনপির নেতাকর্মীরা অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করে এবং আমাদের বেশ কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করে। তাদের হামলায় আমাদের ১০জন কর্মী আহত হয়।
অপরদিকে, জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে জনসমাবেশ হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেন, আওয়ামী লীগের কর্মীরা আমার গাড়ির ওপরও হামলার চেষ্টা চালিয়েছে। তারা শান্তি সমাবেশের নামে অশান্তি ডেকে আনছেন। আমাদের নেতাকর্মীরা শত বাঁধা পেরিয়ে সমাবেশ স্থলে এসেছে। সাধারণ মানুষ এখন আর আওয়ামীলীগ সরকারকে দেখতে চায় না।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন বলেন, বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা পুলিশ লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ আত্মরক্ষার্থে শটগান দিয়ে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ইটপাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে।