ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হলো বালিয়াকান্দির কাজী জীম
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৫-২১ ১৫:০৭:৪৯

টানা দ্বিতীয়বারের মতো রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হলো কাজী জীম। জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীর পাশাপাশি জীম এবার নির্ধারিত বক্তৃতায়ও জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২এও সে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছিল। 

গতকাল ২১ শে মে বিকালে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান জেলার বিভিন্ন বিভাগের ফলাফলের চুড়ান্ত তালিকা প্রকাশকালে তিনি এ তথ্য জানান।  

কাজী জীম রাজবাড়ী জেলার বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর শিক্ষার্থী। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কাজী হুমায়ন ও ফেরদৌসি বেগমের একমাত্র পুত্র। কাজী জীমের মা আমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত রয়েছেন এবং তার বাবা কাজী হুমায়ন একজন ব্যবসায়ী। 

লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে কাজী জীমের ব্যাপক সফলতা রয়েছে। বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সে শতাধিক শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আন্তর্জাতিক পর্যায়ের কুইজ প্রতিযোগিতায়ও সে পুরস্কৃত হয়েছে।

দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় অভিব্যক্তি প্রকাশ করে কাজী জীম বলেন, আমার এই সফলতার জন্য আমি প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করছি। আমার এই প্রপ্তিতে আমি বাবা-মা ও আমার শিক্ষাগুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে একজন আদর্শ মানুষ হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। সবার কাছে আমি দোয়া প্রার্থনা করছি।

বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা বলেন, কাজী জীম অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। অত্যন্ত নম্র ও ভদ্র একটি ছেলে। আমরা শিক্ষকেরা কাজী জীমকে নিয়ে গর্ব করি। সে একজন মানবিক মানুষ হয়ে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করবে এমনটাই প্রত্যাশা করছি। তার এই সাফল্যে আমরা সবাই গর্বিত।

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ