ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
পাংশা উপজেলা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২০-০৯-০৮ ১৪:৩২:৩০
পাংশায় গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে র‌্যালী বের করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র উদ্যোগে “কোভিড-১৯ সংকট ঃ সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
  জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, পরিসংখ্যান অফিসার মাহাবুব হোসেন, যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, পাংশা উপজেলা ইউআরসির ইন্সট্রাক্টর সাধন কুমার সাহা চৌধুরী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

 

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ