রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় উন্মুক্ত নিলামে ২২ কেজি ওজনের এক পাঙ্গাস মাছ বিক্রি হয়েছে ৩২হাজার টাকায়।
গতকাল ২৩ শে মে সকাল ৮টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় পদ্মা নদীতে বাসুদেব হলদার নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।
বাসুদেব হলদার জানান, গতকাল ২৩শে মে ভোরের দিকে সহযোগি জেলের সাথে নিয়ে তিনি দৌলতদিয়ায় পদ্মা নদীতে মাছ শিকারের জন্য জাল ফেলেন। নদীর বিভিন্ন স্থানে জাল টেনে কোন মাছ না ধরায় সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জাল ফেলে রাখেন। এক পর্যায়ে জাল টেনে তোলার সময় ঝাঁকুনি দেখেই বুঝতে পারেন যে বড় কিছু আটকা পড়েছে। পরে নদী থেকে নৌকায় জাল টেনে তোলার পর বড় একটি পাঙ্গাস ধরা পড়েছে দেখতে পান।
পরে মাছটি সকাল সাড়ে ৯টায় দৌলতদিয়া ৫নম্বর ফেরি ঘাটের কেসমত মোল্লা আড়তে নিয়ে আসলে উন্মুক্ত নিলামে ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ২২ কেজি ওজনের পাঙ্গাস মাছটি উন্মুক্ত নিলাম উঠলে আমি সর্বোচ্চ দরদাতা হিসাবে প্রতি কেজি ১৪৫০ টাকা দরে মোট ৩১ হাজার ৯০০ টাকায় কিনে নিই। পরে মাছটি আমার আড়ত ঘরে এনে বিক্রির জন্য বিভিন্ন ব্যবসায়ীর যোগাযোগ করছি। মাছটি প্রতি কেজিতে ১০০-৫০ টাকা লাভে বিক্রি করবো।