ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
পাংশায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের সমাপনী আজ
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৫-২৪ ০৩:২০:১৮

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচির আজ ২৪শে মে সমাপ্তি হবে।

জানা যায়, পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে গত ২২শে মে ৩দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। ২২শে মে উদ্বোধনী দিনে রাজবাড়ী জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোঃ জাহিদুল আলম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গতকাল ২৩শে মে কৃষক প্রশিক্ষণের দ্বিতীয় দিনে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসুল, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ মাছিদুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আল-আমিন বিষয়ভিত্তিক আলোচনা করেন। প্রতিদিন ৩০জন কৃষকের একটি করে ব্যাচ সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

কালুখালীর সাওরাইলে দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
রাজবাড়ীতে হাসপাতালে দ্বিগুণ রোগী॥হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ
বালিয়াকান্দিতে টিউবওয়েল আছে পানি নেই॥বিপর্যস্ত জনজীবন