র্যাবের অভিযানে গত ১২ই মে রাতে কুষ্টিয়া সদরের জুগিয়া ভাটাপাড়া গ্রাম থেকে ১৮ বোতল ফেনসিডিল ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং সাদ্দাম হোসেন খোকন (২৬) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন খোকন জুগিয়া ভাটাপাড়া গ্রামের মৃত এনামুল হোসেনের ছেলে। উদ্ধারকৃত ফেনসিডিল ও গাঁজাসহ র্যাব তাকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করেছে।
এছাড়া র্যাবের অভিযানকালে জুগিয়া ভাটাপাড়া গ্রামের রাকিবুল ইসলাম(২৭) নামে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। গ্রেফতারকৃত ও পলাতক দু’জনের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।