ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৫-২৭ ১৪:২৫:৫২

রাজবাড়ী জেলার পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটে গতকাল ২৭শে মে দুপুরে নতুন পরিচালনা পরিষদ, শিক্ষক ও স্থানীয় সুধীবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
  নতুন উদ্যমে পাংশা পলিটেকনিক ইন্সটিটিউট পরিচালনায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
  জানা যায়, গতকাল শনিবার দুপুর ২টায় পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের সভাপতি হাফেজ মাওলানা মোঃ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে ও  ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, উপদেষ্টা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার তপন কুমার বিশ্বাস, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল জলিল, আখরজানী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার কুন্ডু, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তা রানী কুন্ডু, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আলী, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম ও রেহানা পারভীন, পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মোঃ মাসুদুজ্জামান ও চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক রেফাউল করিম প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা নতুন উদ্যমে পাংশা পলিটেকনিক ইন্সটিটিউট পরিচালনায় সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
  সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা মোঃ বাকী বিল্লাহ দেশে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আর্থসামাজিক উন্নয়নে পলিটেকনিক ইন্সটিটিউটের ভূমিকা তুলে ধরেন।
  মতবিনিময় সভায় পাংশা উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু পেশাজীবি লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক কুমার রায়সহ পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের ইন্সট্রাক্টরগণ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ