ঢাকা রবিবার, জুলাই ২৭, ২০২৫
মিজানপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৬-০১ ০৪:১৯:৩৩

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল ৩১শে মে দুপুরে সূর্যনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফাইনালে বালকদের মধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপে গঙ্গাপ্রসাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বালিকাদের মধ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপে চরনারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়ে উপজেলা পর্যায়ের খেলার যোগ্যতা অর্জন করে।
  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহিন শেখ। 
  মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ টুকু মিজির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সূর্যনগর প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হক মিঠু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদা রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনা করে সূর্যনগর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ রিনা পারভীন। 
  এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যগণ, অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাসহ সাধারণ দর্শকগণ উপস্থিত ছিলেন।
  উল্লেখ্য, ফাইনালে বালকদের মধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপে গঙ্গা প্রসাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সোনাকান্দর এলাকার মুন্সি বেলায়েত হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
  অপরদিকে বালিকাদের মধ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপে চরনারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় গঙ্গাপ্রসাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
 খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলকে মিজানপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ট্রফি প্রদান করা হয়।

 

রাজধানীতে আনন শিশু সাহিত্য আসর ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলো ৩য় শ্রেণির ছাত্রী রাইসা
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নেপালে বাংলাদেশ দূতাবাসে শোক বই উন্মুক্তকরণ
সর্বশেষ সংবাদ