ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৬-০২ ০৪:০৮:৫১

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা ছাত্রদলের উদ্যোগে গতকাল ১লা জুন বিকালে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

  রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আরিফুর রহমান রোমানের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন, যুগ্ম-আহবায়ক মোঃ ইমরান মাহমুদ রিপন, আজাদুর রহমান আজাদ, আতিকুর রহমান আতিক, সদস্য আব্দুল্লাহ আল আমান, সুলতান মাহমুদ লিখন, মোক্তার মাহমুদ, জামাল খা, গোয়ালন্দ উপজেলা ছাত্রদল নেতা প্রনুম মৃধা ও কালুখালী উপজেলা ছাত্রদল নেতা রবিন শেখ প্রমুখ বক্তব্য রাখেন। 

  আলোচনা সভা শেষে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে শতাধিক দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ