ঢাকা সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩
বালিয়াকান্দিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৬-০৫ ১৮:০৩:৪৪

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

  এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বালিয়াকান্দি বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।

  এ সময় সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, উপজেলা প্রকৌশলী খোন্দকার রাহাত ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া ও জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসুসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালুখালীর ইউএনও সজীবের বদলিজনিত বিদায় সংবর্ধনা
পাংশা হাইওয়ে থানায় হ্যালো এইচপি ইনস্টলেশন ক্যাম্পেইনের কার্যক্রম
পাংশায় কোলানগর একাডেমীর প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক সালামের মৃত্যু বার্ষিকী পালিত
সর্বশেষ সংবাদ