কেক কাটার মধ্যে দিয়ে রাজবাড়ী জেলার আহলাদীপুর হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল ১১ই জুন দুপুরে আহলাদীপুর হাইওয়ে থানায় এ আয়োজন করা হয়। এ সময় আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মোঃ তরিকুল ইসলামসহ থানার এসআই, এএসআই, কনস্টেবলগণ উপস্থিত ছিলেন।