ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী সুইমিংপুলে ৭দিনের সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৬-১৭ ১৫:০৩:১০

সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল ১৭ই জুন রাজবাড়ী সুইমিংপুলে ৭দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত হয়েছে। 

  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় এ সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস। এতে জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০জন বালক-বালিকা অংশ গ্রহণ করে। 

  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাঁতার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা।

  এ সময় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সাঁতারু ক্রীড়াবিদরা উপস্থিতি ছিলেন।  

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ