ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
দৌলতদিয়ায় পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি॥র‌্যাম ডুবে যাওয়ায় দুটি ফেরী ঘাট বন্ধ
  • আবুল হোসেন/মইনুল হক মৃধা
  • ২০২৩-০৬-২০ ০০:৫৭:১২

পদ্মা নদীতে আকষ্মিক পানি বৃদ্ধির কারণে ফেরী ঘাটের পন্টুনের এ্যাপ্রোজ সড়ক ডুবে যাওয়ায় দেশের গুরুত্বপূর্ণ অন্যতম নৌরুট রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে।

  গত ২৪ ঘন্টায় ৭২ সেন্টিমিটার পানি বৃদ্ধির কারণে র‌্যামের মাথা তলিয়ে যাওয়ায় দৌলতদিয়ার ৩ ও ৪ নম্বর ফেরী ঘাট বন্ধ রয়েছে। ৬ ও ৭নম্বর ঘাটও যেকোন মুহুর্তে বন্ধের আশঙ্কা রয়েছে। যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় দৌলতদিয়ায় গাড়ির লম্বা লাইন সৃষ্টি হয়েছে।

  বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা যায়, আকষ্মিক পানি বৃদ্ধির কারণে র‌্যামের মাথা তলিয়ে যাওয়ায় গতকাল ১৯শে জুন দুপুর ১২টা থেকে ৪ নম্বর ঘাট বন্ধ হয়। এর আগে পানিতে র‌্যাম তলিয়ে যাওয়ায় এবং সড়ক সংস্কারের কারণে ১৭ই জুন থেকে ৩নম্বর ঘাট বন্ধ আছে। গতকাল ১৯শে জুন সকালে ৬নম্বর ঘাটটি বিআইডব্লিউটিএ চালু করলেও ইউটিলিটি(ছোট) ফেরীর পন্টুন হওয়ায় বড় ফেরী ভিড়তে পারছেনা। রো রো (বড়) ফেরীর একমাত্র ৭নম্বর ঘাট চালু থাকলেও র‌্যামের মাথা পানির নিচে তলিয়ে গেছে। যেকোন মুহুর্তে এটিও বন্ধের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

  সরেজমিনে গতকাল ১৯শে জুন বিকাল তিনটার দিকে দেখা যায়, ৩নম্বর ঘাটের র‌্যামের মাথা কয়েক ফুট পানির নিচে। ঘাটে কোন ফেরী ভিড়ছে না। সওজ ফেরী ঘাট সংযোগ সড়কের সংস্কার কাজ করছে। ৪নম্বর ঘাটের র‌্যামের মাথা তলিয়ে যাওয়ায় দুপুর ১২টা থেকে ঘাট বন্ধ হয়ে যায়। রেকারের সাহায্যে র‌্যাম টেনে উপরে তোলা হচ্ছে।

  দীর্ঘদিন বন্ধ থাকা ৬নম্বর ইউটিলিটি ফেরী ঘাট গতকাল ১৯শে জুন সকালে চালু হলেও সড়ক থেকে পন্টুন নিচু হওয়ায় ফেরিতে ঝুঁকি নিয়ে গাড়ি ওঠানামা করছে। ৭নম্বর ঘাটের র‌্যামের মাথা পানিতে তলিয়ে যাওয়ায় দুপুর দেড়টার দিকে ঢাকাগামী যাত্রীবাহি বাস উঠতে না পেরে আটকে আছে। পাশের পন্টুন দিয়ে ঝুঁকি নিয়ে গাড়ি ওঠানামা করছে। পারাপার ব্যাহত হওয়ায় ঘাটে প্রায় দেড় কিলোমিটার লম্বা দুই লাইনে ঢাকাগামী পশুবাহী গাড়িসহ বিভিন্ন গাড়ী ফেরীতে ওঠার অপেক্ষা করছে। ফেরীতে ওঠার সময় গাড়ীর পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

  কুষ্টিয়া থেকে আসা পণ্যবাহী গাড়ী চালক মাহফুজ আলম বলেন, দেড় ঘন্টা ধরে লম্বা লাইনে আছি। শুনেছি ঘাট সমস্যার কারণে ফেরী আসতে দেরি হচ্ছে। বহুদিন পর ঘাটে এভাবে লম্বা লাইনে আটকে থাকতে হলো। 

  যশোর থেকে আসা যাত্রী কামাল হোসেন জানান, বর্ষা মৌসুমে পানি বাড়বে এটা স্বাভাবিক, এর জন্য ঘাট কর্তৃপক্ষ প্রস্তুতি গ্রহণ করলে তাদের এই দূর্ভোগে পড়তে হতো না। প্রচন্ড গরমে চরম ভোগান্তি হচ্ছে।

  বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোঃ সালাহ উদ্দিন বলেন, আকষ্মিকভাবে পানি বাড়ায় সবকটি ঘাটের র‌্যামের মাথা তলিয়ে যাওয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। রেকারের সাহায্যে র‌্যাম লো ওয়াটার থেকে মিডওয়াটার লেভেলে স্থানান্তর শেষে সন্ধ্যা নাগাদ ৪নম্বর ঘাট চালু হবে। ৭ ও ৩ নম্বর ঘাটও একইভাবে লোওয়াটার থেকে মিডওয়াটারে স্থানান্তর শেষে চালু করা হবে। আশা করা যায় দ্রুত সময়ের মধ্যে ঘাট পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।     

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ