বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে গতকাল ২০শে জুন বিকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলীর সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, মহাম্মদ আলী চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শফিকুল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তুনুসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য সদস্যগণ, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
সভায় রাজবাড়ী আওয়ামী লীগের উদ্যোগে আগামী ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী রাজবাড়ীতে কি কি কর্মসূচী পালন করা হবে সে বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।