ঐতিহাসিক কালীগঙ্গা নদীর তীরে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউড়িয়াতে অবহেলিত আদি কৃষি পুনর্বাসন শিক্ষা স্বাস্থ্য সেবা সাংস্কৃতিক সোসাইটির আয়োজন গতকাল ৩রা জুলাই সকালে ৮ম জ্ঞান পূর্ণিমা উপলক্ষে সাধুসঙ্গ এবং মা ও বীজ ষড় শিক্ষা প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ৬নং চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু এ প্রকল্পের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবহেলিত আদি কৃষি পূনর্বাসন শিক্ষা স্বাস্থ্য সাংস্কৃতিক সোসাইটির চেয়ারম্যান সাধক ও আধ্যাতিক গুরু আলাউদ্দিন আল মিন।
উদ্বোধনী অনুষ্ঠানে “আমি জ্ঞান” প্রবন্ধ পাঠ করেন প্রতিষ্ঠানের ষড় শিক্ষার ছাত্র রাহুল আল মিন, মাসুদ, রানা ও মোঃ মামুনূর রশীদ।
জ্ঞান পূর্ণিমা সাধুসঙ্গে দেশের বিভিন্ন স্থান হতে সাধু, আশেকানসহ গুরু ভক্তরা উপস্থিত ছিলেন।