রাজবাড়ী জেলার পাংশা উপজেলা, পাংশা পৌরসভা ও পাংশা সরকারী কলেজ শাখা ছাত্রদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল ৩রা জুলাই দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবুর পাংশা শহরস্থ বাসভবন সংলগ্ন বিএনপির কার্যালয়ে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাংশা উপজেলা ছাত্রদল নেতা মোঃ সজিব রাজার সভাপতিত্বে ও পাংশা সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলামের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পাংশা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান জিয়া, রাজবাড়ী জেলা ছাত্রদল নেতা এস.কে রহমান, পাংশা পৌর ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আল মামুন, পাংশা উপজেলা ছাত্রদল নেতা মতিন, হিরোক খান, ইমরান হোসেন, জাহিদুল ইসলাম, মোঃ মামুন ও কনক সরোয়ারসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবুর নেতৃত্বে সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে পাংশা সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম খোকন, পাংশা উপজেলা ছাত্রদল নেতা সুমনসহ পাংশা উপজেলা, পৌর ও পাংশা সরকারী কলেজ শাখা ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২টায় শুরু হয়ে দুপুর দেড়টায় কর্মসূচি শেষ হয়।