ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীর লক্ষ্মীকোল কালীবাড়ী এলাকা থেকে অস্ত্র ও ইয়াবাসহ ১ব্যক্তি গ্রেফতার
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৩-০৭-০৪ ১৫:৪৮:৫৬

রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল কালীবাড়ী এলাকায় নিজ বসতবাড়ী থেকে গতকাল ৪ঠা জুলাই ভোরে একটি ওয়ান শুটার গান ও ১০ পিচ ইয়াবাসহ শরীফ সরদার (২৮)কে থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শরীফ ওই এলাকার শহীদ সরদারের ছেলে।
  অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান বলেন, আমাদের কাছে তথ্য ছিল শরীফ সরদারের কাছে দেশীয় অস্ত্র রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ভোরে রাজবাড়ী পৌরসভার লক্ষ্মীকোল কালীবাড়ী এলাকায় শহীদ সরদারের বাড়ীতে অভিযান চালানো হয়। এ সময় তার ছেলে শরীফ সরদারের শোয়ার ঘরের বিছানার নিচ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ১০ পিচ ইয়াবা ও একটি কার্তুজের খোসা সহ শরীফ সরদারকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় অস্ত্র ও মাদক আইনে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ