বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে (৯-১১ই জুলাই) রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ৩দিন ব্যাপী স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির সেবা কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মপরিকল্পনা কর্মসূচি গতকাল ১১ই জুলাই সম্পন্ন হয়েছে।
পাংশা সদর ক্লিনিক ও পাংশা পৌরসভাসহ উপজেলার বাহাদুরপুর, হাবাসপুর, যশাই, বাবুপাড়া, মাছপাড়া, মৌরাট, পাট্টা, সরিষা, কলিমহর ও কশবামাজাইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ক্যাম্প গঠন করে সেবা প্রদান করা হয়।
জানা যায়, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত কেন্দ্রে ক্যাম্প গঠন করে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি, আইইউডি, ইমপ্ল্যান্ট, গর্ভবতী মা ও শিশু স্বাস্থ্য, কিশোর কিশোরী ও প্রজনন স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। গত তিনদিনে টিউবেকটমি ৪টি, আইইউডি ১৬, ইনজেকটেবল ৭৮, আপন ৩১, সুখি ৩৪৮, কনডম ১৪৪, মা ও শিশু স্বাস্থ্য সেবা ১৯৫, কিশোর কিশোরী সেবা ১২০ ও সাধারণ ৫৬১জনের সেবা প্রদান করা হয়েছে।
পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান এ আল মামুন ও মেডিকেল অফিসার এমসিএইচ (এফপি) ডাঃ মোঃ রুহুল আমিন বিভিন্ন সেবা কেন্দ্র পরিদর্শন করেন।
পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান এ আল মামুন বলেন, এবছর বিশ্বজনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে তিনদিন ব্যাপী স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির সেবা কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মপরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়। সমন্বিত প্রচেষ্টায় কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগের সেবাসমূহ অব্যাহত থাকবে বলে তিনি জানান।