করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ১৩ই মে বিকালে আব্দুল গফ্ফার(৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাস জানান, গতকাল ১৩ই মে বেলা ১২টার দিকে করোনার উপসর্গ সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রাম থেকে আব্দুল গফ্ফার নামে ওই বৃদ্ধকে হাসপাতালে আনা হলে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে তিনি মারা যান। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা জানার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আইসোলেশন ইউনিটে ৩জন চিকিৎসাধীন ঃ এ ছাড়াও হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের সদস্যরা গতকাল ১৩ই মে দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউপির বড়রঘুনাথপুর এলাকা থেকে ঢাকা থেকে জ্বর নিয়ে আসা সাঈদুল বিশ্বাস(৪৫)কে উদ্ধার করে এনে আইসোলেশন ইউনিটে ভর্তি করেছে। বর্তমানে এ ইউনিটে নতুন সাঈদুল বিশ্বাসসহ সূর্য্যনগর গ্রামের বৃদ্ধ মোঃ তাজউদ্দিন(৬৫) এবং ধুঞ্চি গ্রামের মোঃ শুকুর আলী(৭০) চিকিৎসাধীন রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে বলে জানা গেছে।
রাজবাড়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-বার বলেন, করোনা উপসর্গ নিয়ে এমন একটি মৃত্যুর সংবাদ আমরা শুনেছি। যদি মৃত ব্যক্তির দাফন করার লোক না পাওয়া যায় তাহলে পুলিশের পক্ষ থেকে তার দাফনের কাজ সম্পন্ন করা হবে।