ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পদ্মা নদীতে তীব্র স্রোতে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল ব্যাহত
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৭-১৬ ১৮:৪১:১৫

গত কয়েকদিনে পদ্মা-যমুনায় পানি বাড়ার ফলে নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। এতে ফেরী পারাপারে দ্বিগুন সময় লাগছে। ফলে সময় জ্বালানি খরচ বেড়ে যাচ্ছে। 

  তবে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট প্রান্তে কোন যানবাহনের সিরিয়াল নেই। সব যানবাহন ঘাটে আসা মাত্রই সরাসরি ফেরীতে উঠতে পারছে।

 গাজীপুর থেকে রড বোঝাই ট্রাক চালক হাসেম আলী বলেন, পাটুরিয়া ঘাটে এসেই সরাসরি ফেরীতে উঠতে পেরেছি। নদীতে পানি বাড়ার ফলে ফেরীতে নদী পার হতে আগের চেয়ে দ্বিগুন সময় লেগেছে। তবে আমরা ঘাটে এসে কোন ভোগান্তি বা সিরিয়ালে পড়িনি। তীব্র স্রোতের কারণ ফেরীগুলোকে অনেকদূর ঘুরে আসতে হচ্ছে।

  চুয়াডাঙ্গা থেকে আসা পূর্বাশা বাসের ঢাকাগামী যাত্রী ওমর সজিব বলেন, গত ১৪ই জুলাই ছুটিতে বাড়ী এসেছিলাম। আজ অফিস ছিলো কিন্তু ছুটি নিয়েছি। কাল অফিস করবো এখন ঢাকা যাচ্ছি। ঘাটে এসে ফেরী পেতে দাঁড়িয়ে থাকতে হয়নি। সরাসরি ফেরীতে উঠতে পেরেছি। তবে নদীতে দেখছি অনেক স্রোত, নিজের কাছে ভয় লাগছে। কি আর করা গৌন্তব্যস্থলে ভালো মতো যেতে পারলেই হয়।

  বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) মোঃ সালাহ উদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৮টি ফেরীর মধ্যে বর্তমানে ছোট-বড় ১২টি ফেরী যানবাহন পারাপারে চলাচল করছে। এরমধ্যে ৫টি রো রো, ৫টি ইউটিলিটি ও ২টি কেটাইপ ফেরী চলাচল করছে।

  তিনি আরো বলেন, পদ্মায় পানি বৃদ্ধিতে আগের চেয়ে বর্তমানে নদী পার হতে ফেরীগুলোতে বেশী সময় লাগছে। পাটুরিয়া থেকে একটি ফেরী দৌলতদিয়া যেতে কমপক্ষে ১ঘন্টা সময় লাগছে। আমাদের দৌলতদিয়া প্রান্তে ৪টি ঘাট দিয়ে যানবাহন ওঠানামা করছে। ফেরী পেতে কোন যানবাহনকে ঘাটে এসে অপেক্ষা করতে হচ্ছেনা। সরাসরি তারা টিকেট কেটে ফেরীতে উঠতে পারছে।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ