রাজবাড়ী জেলার পাংশা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। গত দু’দিনে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
গতকাল ১৬ই জুলাই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ ফিরোজ আল মামুন জানান, গত ১৪ই জুলাই বাবুপাড়া ইউপির সুজানগর গ্রামের আব্দুল মোতালেব(৩৫) ও কলিমহর ইউপির সাজুরিয়া গ্রামের আবু মুসা(২৩) এবং ১৫ই জুলাই বাবুপাড়া ইউপির সুজানগর গ্রামের মোস্তাফিজ (১১) ও কলিমহর ইউপির চর কলিমহর গ্রামের ইদ্রিস(২৬) নামের ৪জন ডেঙ্গু রোগী পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তবে গতকাল ১৬ই জুলাই কয়েকজনের টেষ্ট হলেও ডেঙ্গু সনাক্ত হয়নি বলে তথ্য নিশ্চিত করেন মেডিকেল টেকনোলজিস্ট আমিরুল ইসলাম।
এদিকে পাংশা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান জানান, ডেঙ্গু মোকাবেলায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টিমসহ সার্বক্ষণিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং ও স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে প্রচার-প্রচারণা জোরদার করা হয়েছে।