ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
ঢাকায় তারুণ্যের সমাবেশ সফল করতে রাজবাড়ীতে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • আশিকুর রহমান
  • ২০২৩-০৭-১৭ ১৭:০২:২৭

আগামী ২২শে জুলাই বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠনের ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে রাজবাড়ীতে প্রস্তুতি সভা করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।

  গতকাল ১৭ই জুলাই শহরের সজ্জনকান্দা এলাকায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। 

  রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক খায়রুল আনাম বকুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ এবং বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় যুবদলের সহ-শিল্প বিষয়ক সম্পাদক আসাদুল আলম টিটু ও সদস্য আনোয়ার হোসেন জনি বক্তব্য রাখেন।

  অন্যান্যের মধ্যে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মুরাদ আল রেজা, মিজানুর রহমান মাসুদ, প্রকৌশলী মাহবুব হোসেন শাহিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, বালিয়াকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুখ দেওয়ান ও গোয়ালন্দ পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলু বক্তব্য রাখেন।

  বক্তারা বলেন, এক দফা আন্দোলনের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে। আগামী ২২শে জুলাইয়ের তারুণ্যের সমাবেশ হবে শেখ হাসিনার বিদায়ের সমাবেশ। তাই সকল নেতাকর্মীদের ওই সমাবেশে যোগ দিতে হবে। 

  সভায় সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদ ও মনোয়ার হোসেন মিন্টু।

  উল্লেখ্য, বর্তমান সরকারের পদত্যাগের দাবীতে চলমান আন্দোলনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। গত ১৪ই জুন চট্টগ্রাম বিভাগে সমাবেশ আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের সমাবেশ শুরু হয়েছিল, যা আগামী ২২শে জুলাই ঢাকায় শেষ হবে।

আন্তঃনগর মধুমতী এক্সপ্রেসে প্রায়ই যান্ত্রিক ত্রুটি॥বেড়েছে যাত্রী ভোগান্তি
রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সিরাজ-সম্পাদক উৎসব
১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
সর্বশেষ সংবাদ