জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে গত ৩০শে জুলাই রাজবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
দিবসটির এবারের প্রতিপ্রাদ্য ছিল “মানুষই মুখ্য। মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন”।
দিবসটি উপলক্ষে সকালে কালেক্টরেটের আম্র কাঁনন চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ ও অন্যান্যের মধ্যে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, ফেরা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক আলী নেওয়াজ তুহিন ও মাদক সেবন থেকে সুস্থ হওয়া মোঃ পারভেজ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খাঁন। আলোচনা সভায় সঞ্চালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার শিবরাজ চৌধুরী।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোঃ সালাহ্ উদ্দিনসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিগণ, জেলার বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্রের প্রতিনিধিগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী বলেন, রাজবাড়ী জেলায় কোথায় কোথায় কে বা কারা মাদক ব্যবসার সাথে জড়িত কারা সেবন করে সেটা আমাদের মাদক নিয়ন্ত্রণে যারা কাজ করে তাদের সকলেরই জানা। আমি আগে বহু বার জেলা আইন-শৃঙ্খলা সভায় সকলকে বলেছি আসুন আমরা আমার নির্বাচনী এলাকার রাজবাড়ী সদরের ১৪টি ইউনিয়ন, গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা এলাকা গুলোকে একটি একটি করে মাদক মুক্ত করি। কিন্তু সেটা কোন অদৃশ্য কারণে কখনই কার্যকর হয় নাই। যেহেতু রাজবাড়ী জেলায় নতুন পুলিশ সুপার এসেছেন আমি আশা করি তিনি এই মাদকের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।
এছাড়াও তিনি তার বক্তব্যে মাদকের ভয়াবহতা, মাদকাসক্ত ছেলের কারণে মা-বাবাসহ পরিবারে অশান্তি, মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করাসহ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রগতির বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আমরা মাদক প্রতিরোধে আজকে যে দিবস পালন করছি, সেটা আমাদের শুধু একদিন পালন করলে হবে না। আমরা যেন মাদকের বিরুদ্ধে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করতে বছরের প্রতিটি দিনই কোন কোন কিছু করি সে দিকে দৃষ্টি দিতে হবে। কারণ দেশের যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষার স্বার্থে আমাদের সকলকে সম্মেলিত ভাবে কাজ করতে হবে। আমরা জানতাম শুধু পুরুষ মানুষ মাদক সেবন করে। কিন্ত বর্তমান প্রেক্ষাপটে পুরুষের পাশাপাশি উদ্বেগজনক হরে মহিলারা মাদক সেবন করছে। মাদক থেকে আমাদের ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে এখনই মাদক নির্মূলে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি শোকের মাস আগষ্টে জাতির পিতা ও তার পরিবারের শাহাদৎ বরণকারী সকল সদস্যদের স্মরণে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আহবান জানান।
নবাগত পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ বলেন, মাদক নিয়ে আমরা সকলে অনেক কথা বলি, কিন্তু বর্তমানে দেশে যেভাবে মাদক সেবী বৃদ্ধির যে পরিসংখ্যান আছে সেই অনুযায়ী হিসাব করলে আগামী পনের বছরে দেশে মাদকসেবী সংখ্যা ভয়াবহ আকারে বৃদ্ধি পাবে। আর এই মাদকের কারণে আমাদের ভবিষ্যতের সকল উন্নয়ন ব্যাহত হওয়ার ফলে দেশ একটি ব্যর্থ দেশে পরিনত হবে।
তিনি বলেন আমাদের সকলের উচিত মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবচেয়ে আগে আমাদের ভবিষ্যত প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা। আমি মনে করি আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেই কাজটি করতে পারব। রাজবাড়ী জেলা যেহেতু একটি ছোট্ট শান্তিপ্রিয় জেলা। আমি জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে প্রতিশ্রুতি দিচ্ছি রাজবাড়ী জেলায় মাদকের ব্যবহার সর্বোচ্চ পর্যায়ে কমিয়ে আনা হবে। সেহেতু যুব সমাজের একটি বৃহৎ অংশ মাদকের সেবন করে। রাজবাড়ী জেলার সকল অভিভাবককে অনুরোধ করব সন্ধ্যার পর আপনার সন্তান যেন বাইরে আড্ডা না দেয়। সন্ধ্যার পর যাদেরকেই বিনা কারণে বাইরে পাওয়া যাবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুশিয়ারী উচ্চ করেন।