ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
গোয়ালন্দে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ১জন গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৮-০৪ ০৪:০৪:৪৫

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর গফুর মাতব্বর পাড়ায় ৮ বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গত ৩রা আগস্ট দিনগত গভীর রাতে মজিবর শেখ (৩৫)কে পুলিশ গ্রেফতার করেছে। সে ওই গ্রামের হাকি শেখের ছেলে।
  এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।
  মামলার এজাহার সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার শিশুটির মা স্বামী পরিত্যাক্তা। দারিদ্রতার কারণে তিনি স্থানীয় একটি মুরগীর ফার্মে সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ করেন। তার দুই মেয়ে। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট মেয়েকে বাড়ীতে একা রেখে তিনি প্রতিদিন ফার্মের কাজে যান। আসামী তার প্রতিবেশী ও গ্রাম সম্পর্কে চাচা হন। 
  গত ২রা আগস্ট সন্ধ্যা পৌনে ৭টার দিকে তার অনুপুস্থিতিতে মজিবর চুপিসারে ঘরের মধ্যে ঢুকে তার শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি ভয়ে চিৎকার করে। ইতিমধ্যে তিনি ফার্ম থেকে বাড়ীতে প্রবেশের সময় মেয়ের চিৎকার শুনে দ্রুত ঘরের দিকে এগিয়ে গেলে মজিবর ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। তিনি ঘরের মধ্যে গিয়ে তার মেয়ের কাছে ঘটনার বিস্তারিত শুনে এবং প্রতিবেশী লোকজনদের ডেকে ঘটনা বলেন।
  এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ২রা আগস্ট দিনগত রাতে মামলা দায়ের করে। মামলা দায়ের পর রাত ৩টার দিকে মজিবরকে গ্রেফতার করা হয়। গতকাল ৩রা আগস্ট দুপুরে তাকে আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে। তবে ধর্ষণ সংঘটিত হয়নি বলে ভিকটিমের মেডিকেল পরীক্ষা করারও প্রয়োজন হয়নি।

 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ