ঢাকা রবিবার, জুলাই ২৭, ২০২৫
দৌলতদিয়ায় চলন্ত ফেরী থেকে নদীতে ফেলে দেওয়া ব্যক্তি জীবিত উদ্ধার!
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৮-০৬ ০৬:১০:০৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ছিনতাইকারী সন্দেহে বাধন মোল্লা(৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে চলন্ত ফেরী থেকে পদ্মা নদীর মাঝখানে ফেলে দেয় জনতা। 

  পরে নদীতে ভেসে যেতে দেখে দৌলতদিয়া ফেরী ঘাটের একজন মাছ ব্যবসায়ী দ্রুত ইঞ্জিন চালিত একটি ট্রলারের সহায়তায় তাকে উদ্ধার করে।

  গতকাল ৫ই আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া থেকে পাটুরিয়াগামী ভাষা শহীদ বরকত নামে রো-রো ফেরীতে এ ঘটনা ঘটে। 

  উদ্ধার হওয়া যুবক বাধন বরগুনার তালতলি উপজেলার তালুকদার পাড়া’র মৃত আব্দুল মালেক মোল্লার ছেলে।

  উদ্ধারকারী মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। হঠাৎ নদীতে এক ব্যক্তিকে ভেসে যেতে দেখে কাছাকাছি থাকা একটি ট্রলার চালককে নিয়ে ৫ ও ৭ নম্বর ফেরী ঘাটের মাঝামাঝি স্থান থেকে তাকে উদ্ধার করেন। আর একটু পড়ে গেলে হয়তো তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো না। পরে তিনি তাকে দৌলতদিয়া নৌ-পুলিশের হেফাজতে দেন।

  উদ্ধার হওয়া বাধন মোল্লা বলেন, ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে আমি দৌলতদিয়া ঘাট থেকে ফেরীতে উঠি। ঢাকায় আমার দু’টি ছেলে মাদ্রাসায় পড়ালেখা করে। ফেরীতে ছিনতাইকারী এক মহিলার ভ্যানেটি ব্যাগ কৌশলে হাতিয়ে নেয়। এ সময় আমি কিছু বুঝে উঠার আগেই ওই ছিনতাইকারী দৌড়ে এসে আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে ভিড়ের মধ্যে আড়াল হয়ে যায়। পরে জনতা এসে আমাকে বেদম মারধর করে। এর মধ্যে এক যুবক আমাকে লাথি মেরে পদ্মা নদীতে ফেলে দেয়। 

  তিনি আরো বলেন, পদ্মা নদীতে ফেলে দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ভেসে ছিলাম। কিন্তু পর্যায়ে ক্লান্ত হয়ে ডুবে যাওয়ার উপক্রম হই। আর ৫/৭ সেকেন্ড দেরি হলে হয়তো ডুবে মরে যেতাম।

  দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জেএম সিরাজুল কবির জানান, উদ্ধার হওয়া যুবক নৌ পুলিশের হেফাজতে রয়েছে। ছিনতাইয়ের ঘটনাটি অধিকতর নিশ্চিত হতে তারা কাজ করছে। উদ্ধার হওয়া যুবকের সংশ্লিষ্টতা রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজধানীতে আনন শিশু সাহিত্য আসর ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলো ৩য় শ্রেণির ছাত্রী রাইসা
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নেপালে বাংলাদেশ দূতাবাসে শোক বই উন্মুক্তকরণ
সর্বশেষ সংবাদ