জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৫ই আগস্ট রাজবাড়ীতে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাব প্রাঙ্গণে মুক্তমঞ্চে স্থাপিত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে জেলা প্রশাসক আবু কায়সার খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ, জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুস্পমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়্যারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মিয়া, বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস।
এ সময় জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু কায়সার খানসহ বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের বড় ছেলে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট তিন ভাইয়ের মধ্যে সবার বড়। যিনি মাত্র মাত্র ২৬ বছর বয়সে এ দেশীয় কিছু স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারী ঘাতকের বুলেটে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট তাদের ধানমন্ডির ৩২ নম্বর বাস ভবনে শাহাদৎ বরণ করেন। তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে প্রশিক্ষণ শেষে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দাযিত্ব পালনের পাশাপাশি মাহন মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে শেখ কামাল ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনকারী। ছোট বেলা থেকেই খেলাধুলা ও সৃজনশীল কাজ যেমন নাটকের প্রতি ছিল তার আলদা ভালবাসা। সেই ভালবাসা থেকে তিনি আবাহনী ক্রীড়া চক্র, ঢাকা থিয়েটার, স্বাধীন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও স্পন্দন শিল্পীগোষ্টিরমত সংগীতা গ্রুপ প্রতিষ্ঠার পাশাপাশি স্বাধীনতার পরবর্তী সময়ে যুদ্ধ বিধ্বস্ত দেশে ক্রীড়া ও সংস্কৃতিতে দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ছিলেন। এছাড়াও তিনি দেশের বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় অংশ গ্রহণসহ বিভিন্ন সময়ে দেশের রাজনৈতিক ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পাশাপাশি তিনি ব্যক্তিগত জীবনে একজন রাষ্ট্রপতির ছেলে হয়েও অহংকার বিহীন একজন সাধারণ মানুষের মত জীবণ অতিবাহিত করেতন বলে বক্তাগণ তাদের বক্তব্যে উল্লেখ করেন।
পরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।