ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুরক্ষা উপকরণ প্রদান করলো এমপি পুত্র মিতুল
  • মনির হোসেন
  • ২০২০-০৯-১৪ ১৪:০৮:১৪
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের পুত্র ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিমের পক্ষ থেকে গতকাল ১৪ই সেপ্টেম্বর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ প্রদান করা -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের পুত্র ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুলের পক্ষ থেকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
  গতকাল ১৪ই সেপ্টেম্বর দুপুরে কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোন্দকার আবু জালালের নিকট আনুষ্ঠানিকভাবে এগুলো হস্তান্তর করা হয়। 
  এ সময় পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ^াস, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ সরদার, কালুখালী উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোহেল আলী মোল্লা, রতনদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপুল ও সাংগঠনিক সম্পাদক সাগর মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। 
  স্বাস্থ্য সুরক্ষা উপকরণসমূহের মধ্যে রয়েছে ২৫০ পিস এন-৯৫ মাস্ক, ৫০০ পিস সার্জিক্যাল মাস্ক, ৫০ পিস ফেস শিল্ড, ৫০০ পিস হ্যান্ড গ্লোভস ও ১০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার। 
  উল্লেখ্য, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এর আগেও মিতুল হাকিমের পক্ষ থেকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পাংশা ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ প্রদান করা হয়।  

 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ