ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • সুজন বিষ্ণু
  • ২০২৩-০৮-০৮ ১৬:৫৭:৫৯

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল ৮ই আগস্ট বিকালে দলীয় কার্যালয়ে স্বপ্নজয়ের সারথি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী,  সহ-সভাপতি  বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, হেদায়েত আলী সোহরাব, এডঃ রফিকুল ইসলাম, এডঃ শফিকুল আজম মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ ভুঁইয়া, মহিলা বিষয়ক সম্পাদক মীর মাহফুজা খাতুন মলি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতিমা চৈতী ও সাধারণ সম্পাদক নাজমুন নাহার সেন্টি প্রমুখ বক্তব্য রাখেন। 
এ সময় জেলা-উপজেলা, পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
  আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন আজ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শৈশব থেকেই তাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলেন বঙ্গবন্ধু। মৃত্যুর আগ পর্যন্ত যোগ্য সহযোদ্ধা হিসেবে পাশে ছিলেন মহীয়সী এই নারী। যে কারণে রাজনৈতিক জীবনে সফল হয়ে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিতে পেরেছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু থেকে শেখ মুজিবের বাঙালী জাতির জনক হয়ে ওঠার পেছনে ফজিলাতুন নেছার অবদান, অনুপ্রেরণা ও আত্মোৎসর্গ অনস্বীকার্য।
  আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন রাজবাড়ী আটাশ কলোনী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সেলিম দেওয়ান।

আন্তঃনগর মধুমতী এক্সপ্রেসে প্রায়ই যান্ত্রিক ত্রুটি॥বেড়েছে যাত্রী ভোগান্তি
রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সিরাজ-সম্পাদক উৎসব
১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
সর্বশেষ সংবাদ