ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিশেষ প্রার্থনা
  • বিশেষ প্রতিনিধি
  • ২০২৩-০৮-১২ ১৭:৩১:০৭

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গত ১১ই আগস্ট জুম্মার নামাজের পর ইসলামিক সেন্টারে দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

  অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালো রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কুটনীতিকসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন।

  মোনাজাতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। পরে মিশনের পক্ষ থেকে মুসল্লীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

  এছাড়াও জাতির পিতার ৪৮তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ দূতাবাস বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। 

  এ উপলক্ষে বিভিন্ন বয়সী প্রবাসী বাংলাদেশী শিশুদের জন্য বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

সোলায়মান আলী যুক্তরাষ্ট্র আ’লীগের সহ-সভাপতি নির্বাচিত
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলেন প্রতিনিধি দল
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
সর্বশেষ সংবাদ