রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে গত ১৪ই এপ্রিল সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
এ সময় কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ্, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জব্বারসহ সরকারী দপ্তরগুলোর কর্মকর্তাগণ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঐতিহ্যবাহী বাঙালি পোশাক বাহারী শাড়ী-পাঞ্জাবী পরে রং-বেরঙের প্লেকার্ড-ফেস্টুনসহ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ৪টি স্টলের অংশগ্রহণে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
লোকজ মেলার উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ্, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ বলেন, বাংলা নববর্ষ পালন বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমানকাল ধরে বাঙালি সমাজ নববর্ষ উদযাপন করে আসছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলা নববর্ষের এ দিনটি বাঙালি জাতির এক মহামিলন মেলায় রূপান্তরিত হয়। তিনি বিগত বছরের সকল ব্যর্থতা, গ্লানিসহ সবকিছু ভুলে নববর্ষকে বরণ করে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান।
এরপর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া দুপুরে হাসপাতাল ও এতিমখানায় ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়।