একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে “হত্যা চেষ্টার” অভিযোগে দায়ের করা মামলাকে উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানীমূলক দাবী করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
গতকাল ১৫ই এপ্রিল দুপুরে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোটর সাইকেল চালক মোঃ গোলজার কাজী, ব্যবসায়ী ওসমান কাজী বুলু, কাপড় ব্যবসায়ী মোঃ শুকুর আলী শেখ ও বিটিভি’র জেলা প্রতিনিধি বিপুল আহমেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোটর সাইকেল চালক মোঃ গোলজার কাজী বলেন, গত ৬ই জানুয়ারী আমি বাসা থেকে আমার মোটর সাইকেল নিয়ে বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে বের হই। আসার পথে শহীদ মোল্লা বলেন সাথে নিয়ে যেতে। তখন আমি তাকে নিয়ে আসি। আসার পথে চন্দনী হাইওয়ে ব্রিজ এলাকায় পৌঁছালে একটি দ্রুত গতির বাস ট্রাকের ওভারটেক করতে গিয়ে বাস আমার পাশে চাপিয়ে দেয়। তখন আমি ব্রেক করলে সে হয়তো বাসের কিছুর সাথে বারি খায়। তখন তার মাথা কেটে যায়। তখন স্থানীয়দের সহযোগিতায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাই। তারপর তারা ফরিদপুর যেতে বলে উন্নত চিকিৎসার জন্য। আমার ছেলে ও বৌ তার সাথে ফরিদপুর যায়। ফরিদপুর থেকে ঢাকাও তাকে নিয়ে ডক্টর দেখিয়ে বাড়ী নিয়ে আসে। কিন্তু তার ছেলে সাইফুল মোল্লা আমার ও ওসমান কাজী বুলুর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করে। এই মামলা প্রত্যাহারের জন্য সে আমার কাছে টাকা দাবী করছে। এই মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং হয়রানীমূলক। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মামলা প্রত্যাহারের দাবী জানাই।
আরেক ভুক্তভোগী ব্যবসায়ী ওসমান কাজী বুলু বলেন, আমার একটি চায়ের দোকান আছে। আমি গরীব মানুষ। আমি দোকান করার সময় আমাকে কয়েকজন বলে তোদের এলাকার একজন এক্সিডেন্ট করছে। শুনে আমি সেখানে যাই। গিয়ে দেখি শহীদ মোল্লা কাকা। তখন তাকে আমি ধরি আর দেখি রক্ত। তাদের বাড়ী আর আমাদের বাড়ী একই সাথে। তখন তাকে আমি অটোতে উঠাই। এটাই আমার অন্যায়। তাই আমার নামে সে মিথ্যা মামলা দিয়েছে। আমি এই মামলা প্রত্যাহারের দাবী জানাই।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সুলতান আহমেদ শুকুর, আব্দুল খালেক তালুকদার, মোঃ শমসের, রবিউল ইসলাম, করম আলী, দেলোয়ার মুন্সি, বাবলু শেখ ও ইছাক ফকিরসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।