একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১শে আগস্ট বিকালে জেলা আওয়ামী লীগের মুক্ত মঞ্চে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। সভা শুরুর পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে নেতাকর্মীরা। এর আগে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে আসে নেতাকর্মীরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
এতে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রেজাউল হক রেজা, মহম্মদ আলী চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদা চৌধুরী তন্নী, জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান, সাধারণ সম্পাদন নুরুজ্জামান মিয়া সোহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াত ও বিএনপি আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বার বার আগস্ট মাসকেই তারা বেছে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ২১শে আগস্ট তারা যে পরিকল্পনা করেছিল দলের নেতাকর্মীরা মানব ঢাল হয়ে শেখ হাসিনাকে রক্ষা করেছিল। ২১শে আগস্ট গ্রেনেড হামলার এই দিনে ওই হামলাকারীদের বিচার দাবী করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সভায় সভাপতির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, বিএনপির পায়ের তলায় মাটি নেই। তারা এবার নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নির্বাচনে হেরে আবুল তাবুল কথা বলবে। তারা নির্বাচনের আগে আবারও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র করবে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের সাধারণ মানুষের কাছে যেতে হবে, শেখ হাসিনার উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন তারা সাধারণ মানুষের ওপর যে নির্যাতন করেছে তা তুলে ধরতে হবে। বিএনপি জামায়াতের আমলে সাধারণ মানুষ সুখে থাকতে পারে নাই। একজন রিকশাওয়ালা তিন কেজি চাল নিয়ে বাড়ীতে যেতে পারে নাই। কিন্তু শেখ হাসিনার আমলে মানুষ সুখে আছে। শেখ হাসিনা সাধারণ মানুষের জন্য কাজ করে। আমাদের শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরতে হবে। তাহলে মানুষ আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেবে। আবারও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবে।
আলোচনা সভা শেষে গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।