ঢাকা সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
আমেরিকায় করোনায় মৃত্যুর সংখ্যা ২লাখ ছাড়িয়ে গেছে
  • যুক্তরাষ্ট্র থেকে বিশ্বজিৎ দে বাবলু
  • ২০২০-০৯-১৬ ১৪:১৬:৪৯
বিশ্ব মহামারী করোনা ভাইরাসে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। দেশটিতে মৃত্যুর সংখ্যা ২লাখ ছাড়িয়ে গেছে -মাতৃকণ্ঠ।

বিশ্ব মহামারী করোনা ভাইরাসে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। দেশটিতে মৃত্যুর সংখ্যা ২লাখ ছাড়িয়ে গেছে। একই সঙ্গে বেড়েছে সংক্রমণ। 
  গত ১৫ই সেপ্টেম্বর আমেরিকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জরিপ সংখ্যা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, সর্বশেষ এক দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১হাজার ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯৭ জনে। এছাড়া শেষ এক দিনে ৩৬ হাজার ৪৪৭ জনসহ সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ লাখ ৮৮ হাজার ১৪৭ জনে। আক্রান্তদের মধ্যে ৪০ লাখ ৬৮ হাজার ৮৬ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। 
  উল্লেখ্য, চলতি বছরের ২১শে জানুয়ারী আমেরিকায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে খারাপ হতে থাকে পরিস্থিতি। আমেরিকার অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউইয়র্ক, জর্জিয়া, ইলিনয়, অ্যারিজোনা ও নিউজার্সিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশী।  

 

এমপক্সের বিস্তারে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরী অবস্থা ঘোষণা
জাতিসংঘ শীঘ্রই বিক্ষোভকারীদের হত্যার তদন্ত শুরু করবে : ভলকার তুর্ক
বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জাতিসংঘের
সর্বশেষ সংবাদ