বাংলা নববর্ষ বাঙালির একটি সর্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে।
কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। তবে কর্মব্যস্ত প্রবাস জীবনে আনন্দ বিনোদনের কল্পনাও করা যায় না। তারপরেও নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে প্রবাসীরা করে থাকেন বিভিন্ন অনুষ্ঠান।
বাঙালির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গত ২৬শে এপ্রিল শারজায় বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র উদ্যোগে আয়োজন করা হয় বাংলা বর্ষবরণ উৎসবের।
পান্তা-ইলিশ থেকে শুরু করে হরেক রকম দেশীয় ঐতিহ্যবাহী মুখরোচক খাবারের পাশাপাশি পিঠাপুলিরও কমতি ছিলোনা আয়োজনে। বৈশাখের নাচে গানে মেতে ওঠেন প্রবাসী বাংলার মহীয়সী নারীরা। আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে সপরিবারে নানা রকম বাঙালিয়ানা পোশাক পরিধানে অসংখ্য পরিবারের উপস্থিতিতে উৎসবস্থল পরিণত হয় মিলন মেলায়। এ যেন একখন্ড বাংলাদেশ। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ছোট ছেলে-মেয়েদের নানা রকম খেলাধুলা, গান, নৃত্য, কবিতা আবৃত্তি, নববর্ষের সাজ প্রতিযোগিতা, মহিলাদের প্রতিযোগিতাসহ নানারকম খেলাধুলা। নতুন প্রজন্মের শিশু কিশোর-কিশোরীদের মন মুগ্ধকর দেশীয় সাংস্কৃতিক উপস্থাপনাও ছিলো আনুষ্ঠানের বাড়তি আকর্ষণ।
লেডিস ক্লাব ইউএইর ফাউন্ডার লিজা হোসেনের সভাপতিত্বে ও ক্লাবের সভাপতি লাবন্য আদিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ক্লাবের উপদেষ্টা ইয়াসমিন মেরোনা, সিআইপি জেসমিন আক্তার, রোমানা আক্তার, ফারহানা নেছার খান, শরিফা সৈনিক, ফাতেমা আহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও আয়োজকদের মধ্যে আরও ছিলেন, সহ-সভাপতি সাদিয়া আফছার, সহ-সভাপতি নিশাত জাহান চৌধুরী নিশু, কোঅর্ডিনেটর নাজমুন নাহার বুবলী, শারমিন রাঁখি, তাকিয়া সুলতানা, সাহিদা আফরিন সেজুতি, টিম লিডার মহসিনা সুলতানা তানিয়া, টিম লিডার ইশিকা পারভিন, টিম লিডার ঈশিকা মাজহার, কামরুন নাহার, নাসরিন আক্তার ও ফাহমিদা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।