ঢাকা সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
সোনাপুরে মরা ছাগলের মাংস বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অভিযান
  • তনু সিকদার সবুজ
  • ২০২৫-০৮-৩১ ১৫:০৬:৩৯

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে মৃত ছাগলের মাংস বিক্রির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। তবে অভিযানে তদন্ত করে মৃত পশুর মাংস বিক্রির অভিযোগের সত্যতা পায়নি মোবাইল কোর্ট।
 গতকাল ৩১শে আগস্ট সকালে বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এহসানুল হক শিপন এ অভিযান পরিচালনা করেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
 মৃত ছাগলের মাংস বিক্রির অভিযোগের সত্যতা না মিললেও দুই ধরণের মানের মাংস বিক্রির দায়ে অভিযুক্ত ইব্রাহিমকে ১হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। 
 উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ এহসানুল হক শিপন বলেন, অভিযোগ আসে সোনাপুর বাজারে মৃত খাসির মাংস বিক্রি হচ্ছে। এ অভিযোগের প্রেক্ষিতে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিনসহ ঘটনাস্থল পরিদর্শন করে। যদিও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মৃত খাসি বিক্রি করার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে অভিযুক্ত ব্যক্তি নবাবপুর ইউনিয়নের বকশিয়া বাড়ী গ্রামের সিরাজের ছেলে মাংস বিক্রেতা ইব্রাহিম স্বীকার করেন যে তিনি ৩০শে আগস্ট একটি ছাগল জবাই করে মাংস ফ্রিজে রেখেছিলেন।
 এছাড়া গতকাল ৩১শে আগস্ট সকালে তিনি অপর একটি ছাগল জবাই করে মাংস বিক্রি করছিলেন। ইব্রাহিমের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি দুই রকম মানের মাংস বিক্রি করলেও মূল্য তালিকা প্রদর্শন করেননি এবং মাংস পৃথকভাবে চিহ্নিত করেননি। এর ফলে ভোক্তাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।
 এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী অভিযুক্ত বিক্রেতা ইব্রাহিমকে ১হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা প্রদর্শনের জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হয়।

 

গোয়ালন্দে ইমাম মাহদী দাবীকারী নুরু পাগলার কবরকে ঘিরে অনৈসলামিক কর্মকান্ড বন্ধের দাবিতে স্মারকলিপি
রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
সোনাপুরে মরা ছাগলের মাংস বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অভিযান
সর্বশেষ সংবাদ