ঢাকা সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
রাজবাড়ী টাউন মক্তব স্কুলের মূল ভবন মেরামত হলেই শ্রেণি কক্ষগুলো পাঠদানের উপযোগী হবে------জেলা প্রশাসক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৮-৩১ ১৫:০৮:৫৮

রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনে পাঠদান কার্যক্রম সংক্রান্ত অভিভাবক সমাবেশ গতকাল ৩১শে আগস্ট দুপুরে সদর উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।
 অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হকের সভাপতিত্বে ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অধীর কুমার বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস জাফরী ও সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ গোলাম রাব্বানী বক্তব্য রাখেন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স।
 এ সময় জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফকির মোহাম্মদ নূরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঙ্কজ কুমার বিশ্বাসসহ টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 সমাবেশে সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, আমি আমার টিম নিয়ে টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শন করেছি। সেখানে গিয়ে ভবনের স্ট্রাকচার, কলাম ও ভীমের তেমন কোন ক্ষতি হয়নি। তেমন কোন বড় ত্রুটি আমরা পাইনি। শুধুমাত্র তিনটি রুমের সমস্যা পাওয়াতে সেই রুমে ক্লাস নিতে নিষেধ করে দেওয়া হয়েছে। বছরের পর বছর কোন বিল্ডিং মেরামত বা রং না করলে দূর থেকে মনে হবে বিল্ডিংটি অনেক পুরাতন এবং পরিত্যক্ত মনে হবে। এই বিল্ডিংটারও একই অবস্থা। দীর্ঘদিন মেরামত না করার কারণে অনেক পুরাতন মনে হচ্ছে। মেরামত হলে নতুনের মতই দেখা যেতো। এখন এই বিল্ডিংটি যেই স্ট্রাকচারে অবস্থান করছে সেই অবস্থায় ক্লাস করলে কোন অসুবিধা নেই। স্কুল বিল্ডিংয়ে কোন সমস্যা নেই। মেরামত করলেই চলবে। আর এই মেরামতের জন্য প্রায় ১৬ লক্ষ টাকার একটি ইস্টিমেট আমি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে দিয়েছি।
 জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, মাইলস্টোন ট্রাজেডির পর টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদের অভিভাবক আমার কাছে একটি অভিযোগ নিয়ে আসে ওই ভবনটি পুরাতন ও ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় তাদের বাচ্চাদের সেখানে আর ক্লাস করাতে চাচ্ছেন না তারা। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমার সাথে বিষয়টি আলোচনা করেছে। আমরা সিদ্ধান্ত নিই অস্থায়ীভাবে নতুন ভবনে ক্লাস নেওয়ার। পরে স্থায়ী সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের একটি টিম বিদ্যালয়টি পরিদর্শন করেছে। পরিদর্শন করে আসার পর সেই কমিটির অবজারভেশন হচ্ছে যেখানে বাচ্চাদের ক্লাস হচ্ছে সেই বিল্ডিংটি পরিত্যক্ত ঘোষণা করার মতন অবস্থায় নেই। এটা মেরামত করলেই ঠিক হয়ে যাবে। স্কুলের পরিত্যক্ত অংশ বাদ দিয়ে বাকি যেই অংশটুকু রয়েছে সেটা আমরা ব্যবহার করতে পারবো এমনটাই পরিদর্শন কমিটি ও উপজেলা প্রকৌশলী জানিয়েছেন। তাই পারস্পরিক একটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসবো। 
 সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক বলেন, অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে আমরা উপজেলা পর্যায়ের একটি কমিটি স্কুলটি সরেজমিনে পরিদর্শন করেছি। স্কুলে মোট ১৩টি শ্রেণী কক্ষ রয়েছে। এর মধ্যে আমাদের অবজারভেশনে যেটা এসেছে সেটা হলো ৪টি শ্রেণি কক্ষ ক্লাস করার উপযুক্ত নয়। তাহলে এই ৪টি বাদ দিয়ে বাকি ৯টিতে ক্লাস করানো যাবে, এতে কোন সমস্যা নেই।
 তিনি আরও বলেন, টাউন মক্তব স্কুলটি ১০বছরের বেশি সময় সংস্কার করা হয় না। আমরা উপজেলা কমিটি এই স্কুলটির ৯টি শ্রেণী কক্ষ সংস্কারের জন্য প্রায় ১৬ লক্ষ টাকার একটি ইস্টিমেট করেছি। এটা আমরা মন্ত্রনালয়ে পাঠাবো।
 উল্লেখ্য, স্কুলের কিছু অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি করে গত ৪ই আগস্ট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কার্যালয় থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস জাফরী স্বাক্ষরিত এক চিঠিতে টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে(পুরাতন ভবন) সাময়িকভাবে ক্লাস না করার জন্য বলা হয়।

 

রাজবাড়ীতে ডেঙ্গুর প্রকোপ॥হাসপাতালে পৃথক ওয়ার্ডে ডেঙ্গু রোগীর রাখার দাবী
রাজবাড়ী টাউন মক্তব স্কুলের মূল ভবন মেরামত হলেই শ্রেণি কক্ষগুলো পাঠদানের উপযোগী হবে------জেলা প্রশাসক
গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ
সর্বশেষ সংবাদ